আশাশুনি-পারুলিয়া সড়কে কালভার্ট ভেঙে চলাচল বন্ধ

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

সোহরাব হোসেন, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি-পারুলিয়া সড়কে ভেঙে যাওয়া কালভার্ট -যাযাদি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি-পারুলিয়া সড়কের কামালকাটি বাজারের কাছে কালভার্ট ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। কৃষিপণ্য পরিবহণসহ জরুরি কাজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে অসুবিধায় পড়েছে এলাকাবসাী। এলাকাবাসী এর আশু সমাধন দাবি করেছেন। আশাশুনি জিসি-পারুলিয়া জিসি সড়কের আশাশুনি অংশে শোভনালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামালকাটি বাজারে বৃহৎ এ কার্লভাট অবস্থিত। সড়কটি উপজেলাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালিগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর উপজেলার সঙ্গে আশাশুনি উপজেলা এবং পার্শ্ববর্তী পাইকগাছা, কয়রাসহ বিভিন্ন উপজেলার সংযোগ সড়ক এটি। এ সড়কে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। মালামাল পরিবহণসহ বিভিন্ন কাজে সড়কটি ব্যবহৃত হয়ে থাকে। কালভার্টের নিচ দিয়ে প্রবাহিত নদী খনন কাজ করানোর ফলে ব্রিজের অ্যাপ্রোচ দেবে গেছে। ব্রিজের পূর্ব পাশে ৩ ফুট বসে গেছে। সেই সঙ্গে ব্রিজের উইং ওয়াল ভেঙে গেছে। জনভোগান্তির অবসান করে অবিলম্বে প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাসহ জন প্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন জানান, এ বিষয়ে জরুরি ভিত্তিকে ব্রিজের ভেঙে যাওয়া অংশ মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।