বাঘায় স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাট

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় এ বছর পশুর হাট বসবে স্বাস্থ্যবিধি মেনে। উপজেলার দুইটি পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কেনাবেচাসহ বেশি মানুষ নিয়ে এবং বয়স্ক ও শিশুদের হাটে যাওয়া থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহার পশুর হাটে ও পশু কোরবানিতে স্বাস্থ্যবিধি রক্ষার্থে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। সভায় নিদিষ্ট স্থানে পশু জবাই এবং বর্জ্য অপসারণ, সঠিক উপায়ে চামড়া ছড়ানো বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। বক্তারা বলেন, যিনি কোরবানি পশু জবাই করবেন তিনি যেন প্রতিবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেন। বাড়ি বাড়ি গিয়ে জবাই করার মাধ্যমে তিনিও সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারেন। মাংস প্রস্তুত করার কাজে যারা জড়িত থাকবেন তারা সুস্থ কিনা সে বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া মাংস প্রস্তুতকারী কারও মাঝে জ্বর-কাশি বা করোনার কোনো উপসর্গ থাকলে তাকে কোনো বাসায় মাংস প্রস্তুতে না পাঠাতে কসাই সমিতির নেতাদের অনুরোধ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। তিনি বলেন, হাট ইজারাদারকে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ হাটের পরিবেশ বজায় রাখতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে। তিনি সবার সহায়তা কামনা করেন।