ইউএনওর হস্তক্ষেপে সড়ক থেকে সরল ধানের হাট

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় রয়েছে ছোট বড় প্রায় ৪শ অটো রাইস মিল। তবে ধান-চালনির্ভর এ উপজেলায় ধান বিক্রির কোনো নির্ধারিত হাট নেই। প্রধান সড়কের ওপর বসানো হতো ধানের হাট। ফলে কৃষক-ব্যবসায়ীদের মধ্যে জায়গা নিয়ে নানা জটিলতা লেগেই থাকত এবং যানবাহন-পথচারী চলাচল ব্যাহত হতো। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, সপ্তাহে শনিবার ও বুধবার এ দু'দিন ক্রেতা-বিক্রেতারা উপজেলার বক চত্বরের প্রধান সড়কটির দুই পাশ ব্যবহার করে আসছিলেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল এবং পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রায় দুই যুগ ধরেই এ কারবারে হাটের দিন চরম ভোগান্তিতে পড়তে হতো ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ যাত্রীদেরও। অবশেষে এ ভোগান্তির অবসান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান মিলন। এ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২০ জুন ব্যবসায়ীদের সাথে আলোচনার পর সড়কের ওপর থেকে ধানের হাট সরিয়ে উপজেলা চত্বরের পাশের ফাঁকা জায়গায় বসানো হয়। এতে শনিবার আর বুধবারের তীব্র যানজট দূর হয়েছে। এখন সড়কে আর কোনো যানজট থাকছে না। মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু বলেন, 'আমরা সব সময় চেয়েছি ধান কেনাবেচার জন্য ফাঁকা জায়গায় হাট বসানো হোক। অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যবসায়ীরা আন্তরিক ছিল না তাই হয়নি। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার এ কাজটি করেছেন।'