কাপ্তাইয়ে ফোকাল পারসনের করোনা শনাক্ত

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
গণমাধ্যম এবং সরকারি বিভিন্ন দপ্তর করোনার রিপোর্ট যার মাধ্যমে জানে, এবার তিনিই করোনায় আক্রান্ত হলেন। রাঙামাটির কাপ্তাই উপজেলার স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনির করোনা পজিটিভ আসে বৃহস্পতিবার। চট্টগ্রামের বিআইটিআইডি থেকে পাওয়া রিপোর্টে তিনিসহ আরও দুইজনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চন্দ্রঘোনা রেশম বাগানের এক নারী এবং কেপিএম কলাবাগানের এক বাসিন্দা আছেন। ডা. ওমর ফারুক রনি জানান, তিনি প্রতিদিন উপজেলা স্বাস্থ্য বিভাগে ডিউটি করতেন এবং বিভিন্ন মাধ্যম তার কাছ থেকে করোনার রিপোর্ট সংগ্রহ করত। হাসপাতালের অনেকে করোনা আক্রান্ত হওয়ায় ধারণা করা হচ্ছে, তাদের সংস্পর্শে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন।