কালাইয়ে শখ থেকে সফল খামারি

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে নিজের খামারে ছাগলের পরিচর্যা করছেন মোছাদ্দেক হোসেন চঞ্চল -যাযাদি
জয়পুরহাটের কালাইয়ে পশু-পাখি পালনের শখ থেকেই সৌখিন খামার গড়ে তুলেছেন মোছাদ্দেক হোসেন চঞ্চল নামে এক যুবক। ছোটবেলা থেকেই পশু-পাখির প্রতি ছিল তার অজানা আকর্ষণ। সেই আকর্ষণ থেকে কিশোর বয়সেই তিনি নিজ বাড়িতে হাঁস-মুরগি, কবুতরসহ রকমারি প্রজাতির পাখি পালন শুরু করেন। বর্তমানে তিনি নিজ বাড়ির উঠানেই গড়ে তুলেছেন বিদেশি ও উন্নত জাতের ছাগলের সৌখিন খামার। তার খামারে সর্বনিম্ন ৩০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ টাকা মূল্যের ছাগল আছে বলে জানা গেছে। সরেজমিন জানা যায়, কালাই পৌরসভার মুন্সিপাড়া মহলস্নার একজন সৌখিন ছাগলের সফল ও আদর্শ খামারি হিসেবে ইতোমধ্যে মোছাদ্দেক হোসেন চঞ্চল বেশ সুনাম কুড়িয়েছেন। তার এই সফলতা একদিকে যেমন তার বেকাত্ব ঘুছিয়েছে, অপরদিকে তার সাফাল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই আদর্শ খামার করার ইচ্ছা প্রকাশ করেছেন। মোছাদ্দেক হোসেন চঞ্চল জানান, তথ্য-প্রযুক্তির কল্যাণে ২০১৫ সালের জুলাই-আগস্ট মাসে ইন্টারনেটের মাধ্যমে ভারতের কয়েক জনের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই যোগাযোগের সূত্র ধরেই ২০১৬ সালের জানুয়ারি মাসে তিনি ভারতের বিভিন্ন স্থান ভ্রমণের সময় কাস্টম করিডোরের মাধ্যমে ২ লাখ রূপিতে তোতাপুরি, হারিয়ানা ও শিরহি জাতের ২টি করে মোট ৬টি ছাগল আমদানি করেন। সেগুলো তিন মাস লালনপালনের পর ৬০ হাজার টাকা লাভে বিক্রি করেন। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব জানান, খামারি মোছাদ্দেক হোসেন চঞ্চলের কথা তিনি কয়েকদিন আগে জেনেছেন। ইতোমধ্যে তার খামার পরিদর্শনও করেছেন।