ধামইরহাটে বিজিবির টহল জোরদার

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্তে ও মাদক চোরাচালান বন্ধে ১৪ বিজিবির টহল জোরদার ও বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, বর্ষায় আত্রাই নদীর পানি বেড়ে যাওয়া এবং ঈদুল আজহা উপলক্ষে পত্নীতলা, সাপাহার, ধামইরহাট সীমান্ত এলাকায় গরু চোরাচালান বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সচেতনতা বৃদ্ধিসহ জনপ্রতিনিধিদের সহায়তায় গরুসহ অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে চোরাকারবারিদের শনাক্ত করে তাদের গতিবিধি পর্যবেক্ষণসহ টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।