তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
নকল স্যানিটাইজার ও সরকারি ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে গাজীপুর, রংপুর, গাজীপুরের শ্রীপুর ও বাগেরহাটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর : গাজীপুর মহানগরের শহীদ নেয়ামত সড়ক এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে বুধবার অভিযান চালিয়ে নকল স্যানিটাইজার, জীবাণুনাশক ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার এ অভিযান পরিচালনা করেন। রংপুর : রংপুরে সাড়ে তিন লাখ টাকা মূল্যের নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য জব্দ করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাগেরহাট : বাগেরহাটে শহরতলীর দশানি এলাকায় টিএস অ্যাগ্রোভেট নামে গবাদিপশুর জন্য বিভিন্ন ওষুধ তৈরির একটি ভুয়া কারখানায় বুধবার অভিযান চালিয়ে গোবিন্দ চক্রবর্তী নামে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর ইউএনও মো. মুছাব্বেরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে লবলং খাল দখল ও দূষণ করার অভিযোগে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ ধনুয়া ও নয়নপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।