সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নতুন শনাক্ত স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরে দুইজন স্বাস্থ্য সহকারীসহ নতুন আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৫, কালকিনি ৩, রাজৈরে ৯ এবং শিবচর উপজেলায় ৩ জন। এ নিয়ে বৃহস্পতিবার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২৬ জনে। তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। কর্মসূচি অনুষ্ঠিত ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পৌর এলাকায় সোমবার মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, ছাত্রলীগ নেতা ফারুক আহেমেদ, কফিলুর রহমান ভুটান, মো. সোহাগ প্রমুখ। মতবিনিময় সভা দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন ডিএসকের হ্যালোআইএম প্রকল্পের সঙ্গে বাল্যবিবাহ ও ঝরে পড়া রোধ বিষয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ডিএসকে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সহযোগী মজিবুর রহমান নয়নের সঞ্চালনায় আলোচনা করেন প্রজেক্ট অফিসার রুপন কুমার সরকার। চারা রোপণ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জাতির পিতা মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি খুলনার ডুমুরিয়ায় গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামানের সভাপতিত্বে মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় হতে জুম কনফারেন্সের মাধ্যমে কৃষিমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় ১০০টি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। সড়কে সংঘর্ষ ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুর উপজেলা পুরাতন মার্কায কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন বাইপাস সড়কে ট্রাক ও অবৈধ মাহিন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও দেওয়ানগঞ্জগামী বাসা-বাড়ির মাল বোঝাই ট্রাক অপর দিক থেকে আসা মেসার্স জামান ট্রেডার্স-এর মাহেন্দ্র ট্রাক সংঘর্ষে মাহিন্দ্র ট্রাকটি দুমড়ে-মুচড়ে ভেঙে যায়। মৃতু্য ২ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাদ্রাসার শিক্ষকসহ ২ জনের মৃতু্য হয়েছে। বুধবার রাতে মহিউদ্দিন ও বৃহস্পতিবার তয়েজ আলী চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে তাদের মৃতু্য হয়। মাইজবাড়ী গ্রামের মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিমলা পলস্নী কুমলীবাড়ী গ্রামের তয়েজ আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বৃক্ষরোপণ উদ্বোধন কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রতি উপজেলায় ১০০টি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খান। উপস্থিত ছিলেন ইউএনও ইসমত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রওশন আরা সরকার, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, এসএপিপিও মোখলেছুর রহমান প্রমুখ। করোনা জয় খানসামা (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের খানসামায় করোনা জয় করে আইসোলেশন কেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ১১ জন। এর আগে ১১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত ৪১ রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২২ জন ও মারা গেছেন ১ জন। করোনা থেকে সুস্থ হওয়া রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। চারা বিতরণ লংগদু (রাঙামাটি) প্রতিনিধি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ, বনজ ও ওষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। এসিল্যান্ড ক্যাথোয়াই প্‌রুমারমা উপস্থিত ছিলেন। একজনের মৃতু্য ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় করোনাভাইরাসে নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য কর্মীসহ গ্রামাঞ্চলে এ রোগ ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার একই পরিবারে করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে একজনের মৃতু্য হয়েছে। নিহত ব্যক্তির নাম পূর্ণিমা রানী (৮০)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের বীরেন্দ্র নাথের স্ত্রী ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য সহকারী বিশ্বনাথ সরকারের মা।