সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিট পুলিশিং বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, পারিবারিক সহিংসতাসহ সমাজের ভয়াবহ অপরাধ কমে এসেছে। এসব অপরাধ দমনে বাবুগঞ্জ থানা পুলিশ প্রতিনিয়ত কাজের পরিধি বৃদ্ধি করছে। ফলে থানা এলাকায় বিট পুলিশিংয়ের সুবিধা পেতে শুরু করেছে জনগণ। থানা এরিয়ায় এরকম ১০টি অফিসের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়। একজনের মৃতু্য বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইস্রাফিল শেখ (৫৫) নামে আরও একজন করোনায় আক্রান্ত রোগীর মৃতু্যর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। করোনা শনাক্ত চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার নতুন করে ৪ পুরুষ ও নারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট করোনা শনাক্তর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ হয়েছেন ২১২ জন। মৃতু্য হয়েছে ৫ জনের। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাবিবুর রহমান। পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় ডিজিটাল মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৪ জনকে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কার্যালয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে বিতরণে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ ইয়া খান। বক্তব্য রাখেন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাইফুলস্নাহ মাহমুদ ও সাংবাদিক শাহ আলম সনি। বাজেট ঘোষণা দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার দাউদকান্দি পৌরসভায় ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ পৌর কার্যালয়ে ঘোষণা করা হয়েছে। দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, ৫৪ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৪৪ টাকার এ বাজেট ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মনিরুজ্জামান মনির, পৌর ইঞ্জি. এইচএম কামরুজ্জামান প্রমুখ। অর্থ বিতরণ আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাধানগর ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণকালে পরিষদের চেয়ারম্যান আবু জাহেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। চারা বিতরণ পলাশ (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর পলাশ উপজেলার কৃষি অফিসের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে পলাশের কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইউএনও রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। অবস্থান কর্মসূচি পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি করোনাভাইরাসের মহাদুর্যোগে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য অনুদান ও স্কুল রক্ষায় প্রণোদনা দেওয়ার দাবিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পত্নীতলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে কর্মসূচি শেষে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। শাখার সভাপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, অলিপ কুমার দাস প্রমুখ। থানায় অভিযোগ সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার সাঁথিয়ায় ফেসবুকে কু-রুচিপূর্ণ পোস্ট দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে মারুফ হাসান নামের একজন তার ফেসবুক আইডি থেকে সাংবাদিকদের নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করলে সাঁথিয়া প্রেসক্লাবের সব সদস্য মিলিত হয়ে সাঁথিয়া থানায় উপস্থিত হয়ে প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানার স্বাক্ষরিত অভিযোগ দায়ের করেন। লাশ দাফন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে করোনা আক্রান্ত হয়ে মৃত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার লাশ দাফন করল পুলিশ। উপজেলার কোলা ইউপির পুকুরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা করপোরাল আব্দুল খালেক করোনা আক্রান্ত হয়ে ৩ জুলাই ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুলাই তার মৃতু্য হয়। লাশ গ্রামে নিয়ে এলে মঙ্গলবার রাত ১টায় স্থানীয় মসজিদের ঈমাম রতন হোসেন মৃতের জানাজার নামাজ পড়ান। জানাজার নামাজে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই আরিফুল ইসলাম, কামরুল ইসলাম, সারোয়ার জাহান ও মৃতের একমাত্র ছেলে।