সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় ৩ খুন

কক্সবাজার ও গাইবান্ধায় দুই লাশ উদ্ধার

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও জেলার কাজীপুরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড়ভাই। অন্যদিকে, কক্সবাজার ও গাইবান্ধায় ২ লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় পাঁচলিয়া বাজারে গণ জমায়েতকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জিলস্নুর রহমান (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুলস্নাহ নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিলস্নুর রহমান পাঁচলিয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। তিনি হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবদলের সভাপতি। পাঁচলিয়া হাটের ইজারাদার ওয়াজেদ আলী বলেন, 'সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরাফাত রহমান বণিক সমিতির মিটিংয়ের নামে পাঁচলিয়া হাটে গণ জমায়েত করার চেষ্টা করছিল। বিষয়টি আমরা ইউএনওকে অবগত করলে তিনি পুলিশ পাঠিয়ে দেন। পুলিশের সামনেই আরাফাত গং সেখানে মিটিং করার চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত হন ইউপি সদস্য জিলস্নুর রহমান। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।' কাজীপুর (সিরাজগঞ্জ) : বসতভিটায় গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তেকানী ইউনিয়নের পারখুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারখুকশিয়া গ্রামের মৃত জেলহকের দুই ছেলে আমিনুল (৪১) ও বাবুর (৩৫) মধ্যে বাড়ির সীমানায় গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই বাবু মিয়া বড় ভাই আমিনুলকে কিলঘুষি মারলে আগে থেকেই অসুস্থ আমিনুল শোয়ার খাটের উপর পড়ে যান। এ সময় বাবু তাকে গলা চেপে ধরলে ঘটনাস্থলেই আমিনুল মারা যান। এ বিষয়ে নিহতের স্ত্রী তাজমহল বাদী হয়ে বাবু ও তার মা আমিনা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় সরোয়ার মালিথা (৭২) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তার ছেলে হক (৪০)। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃতু্য হয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের চরপাড়া গ্রামে পরিবারিক বিরোধ ও ছেলেদের খেলাধুলা নিয়ে সরোয়ার মালিথার পরিবারের লোকজনের সঙ্গে প্রতিপক্ষ প্রভাবশালী চতুর আলীর ছেলে বাদশা, ভুগোল, আসাদুলের কথা কাটাকাটি হয়। এ নিয়ে বুধবার রাতে সরোয়ার মালিথা ও তার ছেলে হককে ডেকে নিয়ে বাদশা, ভুগোল, আসাদুল ও সাধনসহ ১০-১২ সরোয়ার মালিথার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার ছেলে হক হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। রক্তাক্ত জখম ও গুরুতর আহত অবস্থায় সরোয়ার মালিথাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে সেখানে তার মৃতু্য হয়। কক্সবাজার : কক্সবাজারে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৭ মামলার আসামি ছৈয়দ হোসেন প্রকাশ গুরা পুতুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার ভোরে সৈকতের শৈবাল পয়েন্টে ঝাউবাগানে দুই সন্ত্রাসী গ্রম্নপের গোলাগুলি চলছে এমন সংবাদ পেয়ে একদল পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কোচাশহর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ ইউনিয়নের নামা চরপাড়া গ্রামের আজাহার আলী বেপারীর ছেলে মৎস্যজীবী আব্দুল আলীম (৩২) মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছিল। শুক্রবার সে স্থানীয় নূরুলের বিলে মাছ শিকারে যায় এবং পরদিন বিল থেকে কিছু দূরে কোচাশহর শাহপুর এলাকায় পানিতে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা।