চার জেলায় আটক ৯

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
মানবপাচারকারী চক্রের এক নারী সদস্যসহ চার জেলায় ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মাদারীপুরে ১, গাজীপুরের কাপাসিয়ায় ২, সাভারে ১, রংপুরে ৪ ও কক্সবাজারের টেকনাফে ১ জন। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার শ্রীনদীহাট থেকে লিবিয়ায় মানব পাচার চক্রের নারী সদস্য সুমি বেগমকে (৩৩) আটক করেছের্ যাব-৮। বৃহস্পতিবারর্ যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার শ্রীনদীহাট গ্রাম থেকে সামাদ ফকিরের স্ত্রী সুমি বেগমকে আটক করা হয়েছে। গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় ধর্ষণের পর সপ্তম শ্রেণির এক ছাত্রী গর্ভবতী হলে মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা। এ ঘটনায় ধর্ষকসহ তার সহযোগী এক নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষক মিয়ার উদ্দিন (৬০) স্থানীয় নলগাঁও এলাকার কাদির মোলস্নার ছেলে এবং কাপাসিয়া বাজারের সাফা মারওয়া হাসপাতালের নার্স নুরুন্নাহার (৩২)। সাভার : সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মজনুর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দেহ তলস্নাশি চালিয়ে ৩২০০টি ইয়াবা জব্দ করা হয়। আটক মজনু কুষ্টিয়া সদর থানার খাজানগর গ্রামের আব্দুল বারেক দুলুর ছেলে। রংপুর :রংপুরে ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রংপুর মেট্রোপলিটন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নগরীর লক্ষ্ণী সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে ৮টি ইয়াবাসহ ২ জনকে আটক করে। এরা হলেন- নগরীর কেরানীরহাট মীরপাড়া এলাকার আক্তারুল ইসালাম ও জুম্মাপাড়া এলাকার রিফাত। এদিকে, বিভিন্ন অভিযোগে গোয়েন্দা পুলিশ ও মহানগর তাজহাট থানা পুলিশ একজন করে আটক করে। টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে পাচারকালে বিজিবি সদস্যরা যানবাহনে তলস্নাশি চালিয়ে ৭১ ভরি স্বর্ণসহ বালুখালী ক্যাম্পের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। মঙ্গলবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের বিজিবি সদস্যরা কক্সবাজারগামী যানবাহনে তলস্নাশি চালিয়ে একটি স্বর্ণের পুঁটলিসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শফি উলস্নাহকে (৪০) আটক করে।