পোরশায় পিপিই নেই ব্যাংক কর্মকর্তাদের

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁর পোরশা শাখার কর্মকর্তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নেই। করোনাকালীন তারা একরকম ঝুঁকি নিয়েইে ব্যাংকের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ব্যাংকের পোরশা কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তারা শুধু মাস্ক পরে কার্যক্রম পরিচালনা করছেন। প্রধান গেটে একজন পিয়ন আগত গ্রাহকদের হাতে জীবাণুনাশক স্প্রে করছেন। শাখা ব্যবস্থাপক বুদ্ধেস্বর সরকার জানান, উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটিমাত্র শাখা হওয়ায় এটিতে প্রতিদিন কয়েকশ গ্রাহক যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনো পিপিই পাননি। তবে গ্রাহকদের জন্য ও শাখার ভিতরে প্রতিদিন দুইবার করে জীবাণুনাশক ছিটানো হয়।