তেকানীর রাস্তা ভেঙে চলাচলে দুর্ভোগ

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চলতি বন্যায় সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল তেকানী ইউনিয়নের পারখুকশিয়া গ্রামের একটি মাটির রাস্তা ভেঙে যাওয়ায় ৩ গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়কটি দ্রম্নত সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। জানা গেছে, চলতি বন্যায় পারখুকশিয়া বাজার থেকে মোকাদ্দেস মেলেটারির বাড়ি পর্যন্ত ২০০ মিটার রাস্তার মাঝের অংশ ভেঙে যায়। এতে করে রাস্তার পারদোরতা, চরপানাগারি, পারখুকশিয়া বাজারসহ বিভিন্ন অঞ্চলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকার মানুষদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান জানান, রাস্তাটি ছোট হলেও দুটি গ্রামের লোকজনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।