বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিভাগে আক্রান্ত ছাড়াল ৮ হাজার

রাজশাহী অফিস
  ১১ জুলাই ২০২০, ০০:০০

রাজশাহী বিভাগে ৮ হাজার ছাড়াল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুধুমাত্র পাবনায় এ দিন নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। ২৪ ঘণ্টায় নওগাঁ ও বগুড়ায় একজন করে করোনা রোগী মারা গেছেন। একই সময় সুস্থ হয়ে উঠেছেন ১৮৮ জন।

শুক্রবার দুপুর পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০২৫ জনে। মারা গেছেন ১০৭ জন এবং সুস্থ হয়েছেন ৩০৬১ জন। দুপুরে দৈনিক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানান।

ডা. গোপেন্দ্র নাথ জানান, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৩৫, নওগাঁয় ৩৯, নাটোরে ৭, জয়পুরহাটে ৫, বগুড়ায় ৫৭ ও সিরাজগঞ্জে ৪২ জন রয়েছেন।

তিনি জানান, বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৩৬০৮ জন। এছাড়াও মহানগরীতে ১১৩৫ জনসহ রাজশাহী জেলায় ১৪৬৯, চাঁপাইনবাবগঞ্জে ১৫৭, নওগাঁয় ৬২৬, নাটোরে ২৬৪, জয়পুরহাটে ৫১৬, সিরাজগঞ্জে ৭৮৬ ও পাবনায় ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসাবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১০৭ জন। এর মধ্যে রাজশাহীতে ১৩, বগুড়ায় ৬৬, নাটোরে ১ জন এবং নওগাঁ, সিরাজগঞ্জ পাবনায় ৯ জন করে মৃতু্য হয়েছে। সরকারি হিসাবে জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে এখনো কোনো করোনা আক্রান্তের মৃতু্য হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105486 and publish = 1 order by id desc limit 3' at line 1