বোয়ালখালীতে আউশের আবাদে আশার সঞ্চার

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে এবার আউশের আবাদ হয়েছে গত কয়েক বছরের চেয়ে দ্বিগুণ। ধানের ন্যায্যমূল্য, সরকারি প্রণোদনা, বীজ-সার সহায়তার ফলে আমনের আগেই আউশ চাষে আশা সঞ্চার হয়েছে কৃষক পরিবারগুলোতে। জানা গেছে, উপজেলায় গত কয়েক বছর ধরে ৫০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তেমন একটা আগ্রহী ছিলেন না চাষিরা। এবার বোয়ালখালীতে আউশধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০০ হেক্টর জমিতে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের সহযোগিতা এবং পরামর্শকে কাজে লাগিয়ে ৮৫ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। এতে ভালো ফলনেরও আশা করছেন কৃষকরা। বৈশ্বিক করোনা মহামারিতে চাষের প্রতি আগ্রহ বেড়েছে আগের তুলনায়। এতে আরও বেশি উৎসাহ যোগাচ্ছে সরকারি প্রণোদনা। ফলে সামনের দিনগুলোর কথা মাথায় রেখে কাজ করছে কৃষি অধিদপ্তর। পৌর এলাকার কৃষক মফজল আহম্মদ জানান, বোরো ধান কাটার পরপরই আউশ রোপণ করেছেন। ফলনও ভালো হবে বলে তার আশা। তিনি বলেন, আউশধান কাটার পরপরই আমন রোপণ করা হবে। আউশ ও আমন চাষে বোরোর তুলনায় খরচ কম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দূর্গাপদ দেব জানান, সরকারিভাবে আউশ প্রণোদনা পেয়ে এ বছর অনেক কৃষক চাষাবাদে এগিয়ে এসেছেন। তাদের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত। উপজেলা কর্মকর্তা কৃষিবিদ আতিক উলস্নাহ্‌ বলেন, আউশ চাষে এ বছর নতুন করে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে।