সাঁথিয়ায় পলস্নীবিদু্যতের ম্যানেজারের কাছে চাঁদা দাবি

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় পলস্নীবিদু্যৎ সমিতি-২ এর জোনাল ম্যানেজারের কাছে জেমএবি পরিচয়ে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাঁথিয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। জানা যায়, পাবনা পলস্নীবিদু্যৎ সমিতির জোনাল ম্যানেজার এজিএম রুহুল আমীনকে মঙ্গলবার বিকালে জেএমবি পরিচয়ে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এর আগেও তাকে ফোন করে চাঁদা চাওয়া হয় বলে অভিযোগে উলেস্নখ করা হয়। এ ঘটনায় এজিম রুহুল আমীন মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, তারা মোবাইল নম্বর শনাক্ত করে আসামি ধরতে চেষ্টা চালাচ্ছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। যারা অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।