ফুলবাড়ীর সুস্বাদু হাঁড়িভাঙ্গা আমের কদর দেশজুড়ে

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

মো. রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাঁড়িভাঙ্গা আমের কদর এখন সারাদেশে, প্রতিদিন আমের বাগান থেকে সরাসরি আম চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আমচাষিরা জানান, সুস্বাদু হওয়ায় এ জাতের আমের চাহিদা সারাদেশে রয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আম ব্যবসায়ীরা সরাসরি বাগান থেকে আম কিনে নিয়ে যাচ্ছেন। এতে আমচাষিরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমচাষি রহমান মিয়া জানান, হাঁড়িভাঙ্গা জাতের আম বাগান থেকে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, একই দামে বিক্রি হচ্ছে আম্রপালি, মিস্রী ভোগ আমও। কানসোনা গ্রামের স্কুল শিক্ষক আব্দুল আলিম বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি আমবাগান, মৎস্য খামার ও দেশি হাসের খামার করেছেন, তার এ বিকল্প কর্মসংস্থান এখন এলাকার বেকার যুবকদের পথ দেখাচ্ছে। আমচাষিরা জানান, উঁচু ভিটা জমি-যেখানে অন্যান্য ফসল কম হয়, সেসব জমিতে আম চাষ করে এখন তারা লাভের মুখ দেখছেন। আমচাষ লাভজনক হওয়ায় ফুলবাড়ীর পাশাপাশি নবাবগঞ্জ, বিরামপুর, পার্বতীপুরসহ জেলার অধিকাংশ উপজেলাতেই আমচাষ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, ফুলবাড়ী উপজেলায় ৬০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, আগামীতে আমের চাষ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।