শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
সারাদেশের মতো পাবনার চাটমোহরেও স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে। এতে উপজেলার ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে একদিকে শিক্ষার্থীদের লেখাপড়ার যেমন ক্ষতি হচ্ছে, তেমনি শিক্ষক ও অভিভাবকরাও দুশ্চিন্তায় রয়েছেন। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই অনলাইন বা ভার্চুয়াল ক্লাস নিয়েছে। অনেক প্রতিষ্ঠান আবার প্রস্তুতি নিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়ার। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে বাড়িতে অভিভাবকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করছে। শিক্ষকরা জানান, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, তা পোষানো মুশকিল। তারপরও পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে সিলেবাস শেষ করানো হবে। অনেক প্রতিষ্ঠান অনলাইনে ভার্চুয়াল ক্লাস নিচ্ছে। এতে কিছুটা হলেও শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। এদিকে করোনার কারণে বন্ধ রয়েছে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এছাড়াও ভর্তি প্রক্রিয়া স্থগিত রয়েছে সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীদের। সব মিলিয়ে শিক্ষার্থীদের নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন অভিভাবকরা।