ভোলাহাটে অনলাইনে জমে উঠেছে আমের বাজার

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সারা বিশ্ব যখন করোনার থাবায় থমথমে। বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। ঠিক তখনই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আমের ভিড়। করোনায় স্বাস্থ্যবিধি, শারীরিক দূরুত্ব, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, হাত ধোয়াসহ নানা শর্তে আবদ্ধ জনজীবন। তাই খুচরা আম ক্রেতারা বেশ চিন্তায় ছিলেন। কিন্তু না সব বাধা উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় আম প্রেমীদের কাছে অনলাইন পদ্ধতিতে আম পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। আম ফাউন্ডেশন ভোলাহাট আম বাজারে গিয়ে কথা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তারেকের সঙ্গে। অনলাইনের আম ব্যবসা নিয়ে তিনি বললেন, করোনায় আম প্রেমীরা আম খাওয়া নিয়ে চিন্তায় ছিলেন। তাই 'ম্যাংগো মার্ট' অনলাইন গ্রম্নপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী আব্দুল আহাদ ও আলিফ হোসেনকে নিয়ে অনলাইনে আম বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি। ফলে জাতীয় পর্যায়ে করোনা ঠেকাতে যেমন কাজ হবে তেমনি আম প্রেমীদের বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়া হবে আম। তারা কখনো বাজার আবার সরাসরি বাগান থেকে আম কিনে পৌঁছে দিচ্ছেন ক্রেতার বাড়িতে। আম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ লাল দেওয়ান বলেন, অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আম কেনাবেচা করায় দেশের বিভিন্ন জায়গায় বেশ সাড়া পড়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু জানান, উচ্চ শিক্ষিত ছেলেরা করোনা মোকাবিলায় উত্তম পন্থায় দেশের বিভিন্ন স্থানে হোম ডেলিভারি করছেন।