ধনবাড়ীর আমিনুল বাঁচতে চায়

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
চালকলে শ্রমিকের কাজ করতে গিয়ে দ্বিতল ভবনের ওপর থেকে পড়ে গিয়ে বাম পা ভেঙে মারাত্মকভাবে আহত হন আমিনুল। আজ থেকে পাঁচ বছর আগে। অসহায় দরিদ্র আমিনুল টাকার অভাবে তার ভাঙা পায়ের চিকিৎসা করতে পারছেন না। পরিবারের একমাত্র উপার্জনকারী ভাঙা পা নিয়ে বিছানায় পড়ে আছেন আমিনুল। সে তার পায়ের চিকিৎসা করাতে চান। তার পায়ের সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। টাকার অভাবে তার চিকিৎসা থেমে আছে। ইতোমধ্যেই তার চিকিৎসায় চার লাখ টাকা ব্যয় হয়ে গেছে। আমিনুল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের মাধববাড়ী গ্রামের শাজাহান আলীর ছেলে। আমিনুল তিন সন্তানের জনক। বড় মেয়ে রানী (১৭), ছেলে সাব্বির (১৬), ছোট ছেলে সবুজ (৭) বছর বয়স। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, যদি সরকারিভাবে তাকে কোনো সহযোগিতা দেওয়া যায়, তাহলে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সাহায্য পাঠানোর ঠিকানা-আমিনুল ইসলাম, মোবাইল বিকাশ (পার্সোনাল)-০১৯৬৫০৩০৬৬০, ডাচ্‌বাংলা-০১৯৬৫০৩০৬৬০৩।