শাজাহানপুরে দাদন ব্যবসায় নিঃস্ব সাধারণ মানুষ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

আবদুল ওহাব, শাজাহানপুর (বগুড়া)
করোনা দুর্যোগকালীন মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলছে জমজমাট সুদের ব্যবসা। পেটের ক্ষুধা নিবারণের জন্য ও ক্ষুদে ব্যবসায় আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লোভ দেখিয়ে দেওয়া হচ্ছে সুদের উপর টাকা। এই টাকা চক্রাকার হারে বৃদ্ধি হওয়ায় ফলে কর্মজীবনে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, দাদন ব্যবসায়ীদের ঋণের জালে জড়িয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে রাতারাতি আঙ্গুলফুলে কলাগাছ বনে চলেছেন দাদন ব্যবসায়ীরা। কিন্তু প্রশাসনিকভাবে এ বিষয়টির প্রতি দৃষ্টি না দেয়ায় বেড়েই চলেছে সুদখোরদের দাম্ভিকতা। উপজেলা সদর থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন, গ্রাম, পাড়া ও মহলস্নার উলেস্নখযোগ্য সংখ্যক মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবার দাদন ব্যবসায়ীদের ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছে। অবৈধ এ দাদন ব্যবসা সম্পর্কে অনুসন্ধানে পাওয়া গেছে এমনই ভয়াবহ তথ্য। দু'দিন আগে গোহাইল ইউনিয়নের খাদাশ তালুকদারপাড়া গ্রামে সুদের টাকা না পেয়ে আনোয়ার নামের এক দিনমজুরের বসতবাড়িতে তালা ঝুলিয়ে দেয় দাদন ব্যবসায়ীরা। পরে পুলিশি হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার জানায়, দাদন ব্যবসায়ীরা বসতভিটার ৬ শতক জমির দলিল, পর্চা এবং স্বাক্ষর করা সাদা স্ট্যাম্প নিয়েছে। গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু জানিয়েছেন, শুধু এই ইউনিয়নেই শতাধিক দাদন ব্যবসায়ী রয়েছে। যাদের জুলুম-নির্যাতনের শিকার হয়ে অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে এলাকা ছেড়েছে। প্রতিমাসে গ্রাম্য আদালতে শুধুমাত্র দাদন সংক্রান্ত ২৫-৩০টি মামলা পরিচালনা করতে হয়।