ভাঙ্গুড়ায় দুর্ঘটনা এড়াতে মাইকিং

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনা পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর ভাঙ্গুড়া সাব জোনাল অফিসের উদ্যোগে বিল এলাকাগুলোতে নৌযান দুর্ঘটনা এড়াতে সাইনবোর্ড টাঙিয়ে ও মাইকিং করে সতর্ক করা হয়েছে। সাব জোনাল অফিসের 'দুর্যোগে আলোর গোরিলা' টিম কর্তৃক গত পনেরো দিন ধরে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান ও সম্ভাব্য দুর্ঘটনাকবলিত স্থানগুলোতে এই সতর্কীকরণ সাইনবোর্ড টাঙানো ও মাইকিং করা হয়। জানা গেছে, উপজেলার খানমরিচ, দিলপাশার ও অষ্টমনিষা ইউনিয়নের বেশির ভাগ এলাকা চলনবিল অঞ্চলের অন্তর্গত হওয়ায় এবারের আগাম বন্যার কারণে এসব এলাকার বৈদু্যতিক খুঁটি অনেকাংশে পানির নিচে তলিয়ে যায়। নৌযান চালকদের অসতর্কতার ফলে ঘটতে পারে দুর্ঘটনা। তাই ভাঙ্গুড়া সাব জোনাল অফিস এসব পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে সাব জোনাল অফিসের এজিএম মনির হোসেন বলেন, বিলাঞ্চলে বৈদু্যতিক তারের সঙ্গে আর একটিও যেন দুর্ঘটনা না ঘটে সে কারণে পর্যটকদের নৌযান ও যাত্রী বহনকারী নৌযান চালকদের সতর্ক করার লক্ষ্যে সতর্কীকরণ সাইনবোর্ড ও লাল কাপড় টাঙানোর পাশাপাশি মাঝিদের সঙ্গে বৈঠক করে সতর্ক করা হয়েছে।