দশ ফুট ভাঙা কালভার্টে লাখো মানুষের দুর্ভোগ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার শ্রীপুর-লোহাগাছ আঞ্চলিক সড়কের জিনাজাল বাইদের ওপর নির্মিত একটি কালভার্ট দীর্ঘদিন পূর্ব থেকে দেবে গিয়ে শনিবার বিকালে তা পুরোপুরি ভেঙে যাওয়ায় লাখো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। জানা যায়, শ্রীপুর পৌরসভা ঘোষণার আগে ৯০-এর দশকে সড়কের সঙ্গে এলজিইডির মাধ্যমে নির্মাণ করা হয়েছিল কালভার্টটি। কিন্তু পাঁচ বছর আগে গুরুত্বপূর্ণ এই কালভার্টটির মাঝের অংশ থেকে এক পাশ দেবে গেলে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগে অস্থায়ী মেরামত করা হয়। দ্বিতীয় বার ভেঙে যাওয়ার সময় কোনো রকমে কালভার্টের ওপরই স্থানীয়দের উদ্যোগে ইটবালু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। শনিবার বিকালে কালভার্টটির পুরো অংশটিই ভেঙে পড়ে। যা মারকাজ মসজিদ, শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস, কাঁচাবাজার ও গরুহাটাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যোগাযোগের একমাত্র মাধ্যম। এর ফলে গড়ে প্রতি ঘণ্টায় এই সড়কে যাত্রীবাহী রিকশা, মালবাহী পিকআপ ও দুই চাকার শতাধিক যানবাহন চলাচল করে। পৌরসভার সহকারী প্রকৌশলী হারুন রশীদ জানান, এই রাস্তাসহ দুটি রাস্তা মেরামতের জন্য উপজেলা এলজিইডি বরাবর স্কিম পাঠানো হয়েছিল। কিন্তু একটি রাস্তার কাজ হলেও এই রাস্তাটি করেনি তারা। তবে, সামনের টেন্ডারে অবশ্যই করা হবে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, আমি এখানে নতুন এসেছি। কালভার্টের বিষয়ে আমার জানা নেই। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলে সামনের টেন্ডারে অবশ্যই সংযুক্ত করা হবে।