সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মাস্ক বিতরণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য বুথ স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার কসবা পৌর এলাকার সুপার মার্কেট চত্বরে বুথ ও বিনামূল্যে মাস্ক বিতরণ উদ্বোধন করেন পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল। উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, ছাত্রলীগ নেতা আফজাল হোসেন খান রিমন, পৌর কাউন্সিলর এনামুল হক ছোটন, সাইদুল ইসলাম সজীব, জসিম উদ্দিন, রংগু মিয়া, হেলাল সরকার, লুৎফুর নাহার রিনা বেগম ও দিল শাহানা বেগম প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ শহরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর দিলীপ রায়, জাহির মিয়া, শেখ উম্মেদ আলী শামীম, আলমগীর মিয়া, শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, খালেদা জুয়েল ও অর্পণা বালা পাল প্রমুখ। অনুষ্ঠানে আবু জাহির এমপি বলেন, গাছ জীবন বাঁচায়। পরিবেশ রক্ষার জন্যও বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সেজন্য প্রধানমন্ত্রী সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। শিক্ষকদের মানববন্ধন শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি দেশব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিদারুণ অর্থকষ্ট লাঘবে প্রধানমন্ত্রী বরাবর প্রণোদনা প্রাপ্তির প্রত্যাশায় কর্মহীন শিক্ষকদের নিয়ে এ মানববন্ধন করা হয়। শনিবার শ্রীবরদী চৌরাস্তা মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক এমএ ছাত্তার বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, হাফিজুর রহমান ফারুক, রনি চন্দ্র মোদক, সদস্য মিজানুর রহমান ও সবুজ মিয়া প্রমুখ। নির্বাচনী প্রচারণা সোনাতলা (বগুড়া) প্রতিনিধি বগুড়া-১ আসনের উপনির্বাচনে নৌকা মার্কায় শতভাগ ভোট গ্রহণে সবার সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ মনোনীতপ্রার্থী সাহাদারা মান্নান শিল্পী নির্বাচনী প্রচার-প্রচারণার কাজ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণার পঞ্চম দিন শুক্রবার উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বাঁশহাটা গ্রামে শান্তিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ৮নং ওয়ার্ড আ'লীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রয়াত আব্দুল মান্নান এমপিপুত্র সাখোয়াত হোসেন সজল, উপজেলা চেয়ারম্যান অ্যাড মিনহাদুজ্জামান লিটন, ভাইস চেয়ারম্যন জাকির হোসেন, জান্নাতুল ফেরদৌসী রুম্পা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় প্রমুখ। উপহার প্রদান মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের মোলস্নাহাটে করোনাভাইরাস জয় করায় আরও তিনজনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদানের মাধ্যমে তাদের লকডাউনমুক্ত করা হয়েছে। ওই তিনজন হলেন- ব্যাংক স্টাফ আড়ুয়াডিহি গ্রামের গোলাম মওলা, অব. ব্যাংক স্টাফ গাংনী গ্রামের মোহাম্মাদ আলী ও বেসরকারি ক্লিনিক স্টাফ ঝুটেশ্বরী গ্রামের সৌরভ আকর্ষণ। মোলস্নাহাটে মোট ১৮ জন করোনা শনাক্ত হলেও এ পর্যন্ত মোট ১৪ জন সুস্থ হয়েছেন। শনিবার ওই তিনজনকে উপহারসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন এসিল্যান্ড অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডা. আব্দুল আউয়াল, এমওডিসি ডা. সৌমিত্র মিত্র প্রমুখ। সম্মাননা প্রদান দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে করোনাজয়ী দুই স্বেচ্ছাসেবক সদস্যকে বরণ করে নিলেন করোনা পরিস্থিতি মোকাবিলার দ্রম্নত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। শনিবার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন হলরুমে তাদের ফুল দিয়ে বরণ করে সম্মাননা ত্রেম্নস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক টিম প্রধান ও সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, এন ভাউরতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান রাসেল, প্রাথমিক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ডা. রমজান হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আনিসুল হক সুমন, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার প্রমুখ।