সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শোক প্রকাশ স্টাফ রিপোর্টার, নেত্রকোনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম শনিবার অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃতু্যতে গভীর শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মতবিনিময় সভা নাটোর প্রতিনিধি নাটোরে করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা আসনের (নাটোর-নওগাঁ) সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান প্রমুখ। \হ আক্রান্ত ৭ পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাইলটফার্ম এলাকায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলেমেয়ে ও ২ জন ডাক্তার এবং হাসপাতালের ১ জন কর্মী রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা শনিবার বলেন, বর্তমানে যাদের উপসর্গ রয়েছে শুধুমাত্র তাদেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে, ২ ডাক্তার ও হাসপাতালকর্মীর উপসর্গ দেখা যাওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছেন এবং আক্রান্তদের বাসস্থানসহ আশপাশের এলাকা লকডাউনের আওতায় আনা হবে। বৃক্ষরোপণ রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির পক্ষ থেকে শুক্রবার চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ি ইউনিট আওয়ামী লীগের উদ্যাগে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াহিদুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সদস্য নাজমুল হাসান রনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল হোসেন, ছাত্রলীগ নেতা এমএ কাইয়ুম, সৌদি আরব যুবলীগ নেতা নুরুল ইসলাম, মোস্তফা আলম জিকু, কাউছার প্রমুখ। ডিজিটাল ক্লাসরুম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে মালিরচর মৌলভীপাড়ায় অবস্থিত দুস্থ, প্রতিবন্ধী, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্র্রের উদ্যোগে শনিবার ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করেন। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি শামসুর রহমান, পরিচালক খাইরুল ইসলাম, প্রধান শিক্ষিকা লালমনি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠিত নাটোর প্রতিনিধি নাটোরে করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরবানির পশুর বাজারজাতকরণে চার জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাণীভবানী রাজবাড়ী চত্বরে সভার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. ইসমাইল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক একেএম আরিফুল ইসলাম, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, প্রাণিসম্পদ জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এমদাদুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ। পুলিশের মৃতু্য ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানার এক পুলিশ সদস্য করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। তার নাম রফিকুল ইসলাম (৫১)। তিনি ভৈরব হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ নিয়ে ভৈরবে ১৩ জন করোনা রোগীর মৃতু্য হয়েছে। ভৈরব হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, স্বাস্থ্যবিধি অনুসারে গ্রামের বাড়িতে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে।