গুরুদাসপুরে স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন কৃষকরা -যাযাদি
নাটোরের গুরুদাসপুরে ১৭০ জন কৃষকের প্রায় ১০০ বিঘা জমির পানি নিষ্কাশন করে চাষাবাদের জন্য স্বেচ্ছাশ্রমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। উপজেলার চাপিলা ইউনিয়নের পাঁচপুরুলিয়া গ্রামের ১৭০ জন কৃষক কোদাল দিয়ে ১০০০ ফিট লম্বা জায়গা খনন করে নিচে পাইপ দিয়ে ওই নিষ্কাশন ব্যবস্থা কার্যক্রম শুরু করেছেন। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার মাঠের ১০০ বিঘা জমি জলাবদ্ধতায় রয়েছে। অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় পানি বের হতে না পেরে জলাবদ্ধতায় পরিণত হয়েছে। মাঠে অবস্থিত প্রত্যেক জমির কৃষক মিলে চাষাবাদ করার জন্য নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেছেন। পানি নিষ্কাশন বাবদ তাদের স্বেচ্ছাশ্রম ছাড়াও নগদ খরচ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। কার্যক্রমের উদ্যোক্তা ওই এলাকার সমাজসেবক হাফিজুর রহমান জানান, সব সময় জমিতে পানি জমে থাকার কারণে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। মাঠের প্রতিটি কৃষক জমির ফসলের ওপর নির্ভর করে সংসার চালায়। এমনকি ছেলেমেয়েদের পড়াশোনাও ফসলের টাকায় চলে। চাষাবাদের উপযোগী করতে নিজেদের স্বেচ্ছাশ্রমে ও প্রত্যেক জমির কৃষকদের চাঁদার টাকায় পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রম শেষ হলে জমিগুলো চাষাবাদের উপযোগী হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম জানান, এলাকাবাসী জলাবদ্ধতার বিষয়ে জানিয়েছে। বিষয়টি উপজেলা পরিষদের প্রস্তাবনায় ইতোমধ্যেই দিয়েছেন। তিনি আশা করেন শিগগিরই এর একটি সমাধান হবে।