পোরশায় মাটির রাস্তায় জনদুর্ভোগ চরমে

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় জালুয়া-পূর্বগ্রাম মোড় রাস্তার বেহাল দশা -যাযাদি
নওগাঁর পোরশায় মাত্র ৪ কিলোমিটার রাস্তা পাকাকরণ না করায় একাধিক গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জালুয়ার মোড় সরাইগাছি-আড্ডা রাস্তার সংযোগ হতে পূর্বগ্রাম মোড় পর্যন্ত সরাইগাছি-নিতপুর রাস্তায় সংযোগ রাস্তাটি দিয়ে চলাচল করতে সংশ্লিষ্ট ইউনিয়নবাসীর বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়নের একমাত্র গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটিতে বর্ষায় একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ইউনিয়ন পরিষদ থেকে কিছু অংশে মাটি ভরাট করে দিলেও বৃষ্টির পানিতে সেগুলো ভিজে গিয়ে এবং ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারণে বর্তমানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েকশত মানুষ চলাচল করে। এছাড়াও রাস্তাটি দিয়ে পোরশা উচ্চ বিদ্যালয় ও পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোরশা বড় মাদ্রাসা ও তালিমুন্নেছা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু বর্ষায় রাস্তাটিতে কাদা পানি থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ শাহ্‌, জালুয়া গ্রামের মহিউদ্দিন, জসিম উদ্দিন, পূর্বগ্রামের মহশীন আলীসহ অনেকেই জানান, দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায় এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার মেপে গেলেও রাস্তাটি পাকা হচ্ছে না। তারা রাস্তাটি দ্রম্নত পাকাকরণের দাবি জানান। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম শাহ্‌ তাজুল জানান, রাস্তাটি দ্রম্নত পাকাকরণের ব্যাপারে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন।