নওগাঁয় সিপিবির বিক্ষোভ সমাবেশ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

নওগাঁ প্রতিনিধি
রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখার উদ্যোগে শনিবার শহরের ব্রিজের মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে জেলা সভাপতি কমরেড অ্যাডভোকেট মহসীন রেজা বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের প্রধান শিল্প পাটকলসমূহ রাষ্ট্রায়ত্তকরণ করা ছিল ৫৪'র যুক্তফ্রন্ট্রের ২১ দফা ও ৬৯'র গণঅভু্যত্থানে ছাত্র সমাজের ১১ দফার অন্যতম অঙ্গীকারের বাস্তবায়ন। গত ৪০ বছর ধরে ক্ষমতাসীন সরকারসমূহ এশিয়ার বৃহত্তম পাটকল আদমজীসহ সকল পাটকল বন্ধ বা বেসরকারিকরণ করে জাতি ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। আরও বক্তব্য রাখেন কমরেড প্রদ্যোৎ ফৌজদার, রেবেকা সরেন, কৃষক নেতা মুক্তিযোদ্ধা মুনসুর রহমান প্রমুখ।