শ্রীনগরে যত্রতত্র পশুর হাট না দেওয়ার দাবি

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে কোরবানির পশুর হাটগুলোতে ইজারা নিতে প্রস্তুতি চলছে। এখনও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলেও স্থানীয় ইজারাদাররা ডাক নেওয়ার আশায় প্রস্তুতি নিচ্ছেন। তবে সচেতন মহল মনে করেন করোনা মোকাবিলায় ইজারাদারগণ পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে হাটের কার্যক্রম চালাতে পারবে কি না। এছাড়াও প্রতি বছর লক্ষ করা যায়, উপজেলা প্রশাসনের ইজারাকৃত মোট হাটের বাইরেও উপজেলার বাড়ৈখালী শীবরামপুরে, কুকুটিয়া স্কুল মাঠে, আটপাড়া, শ্রীনগর কলেজ গেট, গাদীঘাট ব্রিজ, মাশুরগাঁও, বাড়ৈগাঁও বাজারসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে মিনি পশুর হাট বসানো হয়। বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ এড়াতে যত্রতত্র এসব মিনি পশুর হাট বন্ধ রাখার দাবি জানান স্থানীয়রা। সুশীল মহল মনে করেন, পরিস্থিতি যাইহোক না কেন করোনা রোধে যত্রতত্র গরু ছাগল কেনাবেচার হাটগুলো বন্ধ করতে হবে। তা না হলে জনসমাগমস্থলে করোনা সংক্রমণের আশঙ্কা অনেকাংশে বেড়ে যাবে। দেউলভোগ হাটের ইজারাদার জহিরুল হক নিশাত সিকদার বলেন, করোনা মোকাবিলায়ও উপজেলা প্রশাসনের দিকনির্দেশনা মনে কোরবানির পশুর হাটে গরু ছাগল কেনাবেচা হবে। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা আক্তার জানান, অবৈধ হাট যারা বসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রেখে হাটের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হবে।