করোনায় মারা গেলেন আরডিএ মহাপরিচালক

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

রাজশাহী অফিস
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া পলস্নী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলাম মারা গেছেন। শনিবার সকাল ৯টায় তার মৃতু্য হয়। তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বলে জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, করোনা পজিটিভ হওয়ার পর তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এছাড়াও তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগ ছিল। ডা. সাইফুল বলেন, গত ২২ জন বগুড়ার টিএমএসএস-এ নমুনা দেন। পরদিন ২৩ জুন তার করোনা পজিটিভ আসে। তার অবস্থার অবনতি হলে গত ২৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয়।