বিভিন্ন দাবিতে ঠাকুরগাঁওয়ে উদীচীর মানববন্ধন

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত ও স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখা। শনিবার জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় জেলা শাখার সভাপতি সেতারা বেগম ও সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রিজু বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় এর সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক আজ পথে বসেছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। মানববন্ধনে উদীচী শিল্পগোষ্ঠীর নেতারা ছাড়াও জেলা ছাত্র ইউনিয়ন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।