হাটবাজারে মাছ ধরার খলসানীর আমদানি

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় মাছ ধরার হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় -যাযাদি
বর্ষা নামার আগে থেকে বগুড়ার দুপচাঁচিয়ার হাটবাজারে মাছ ধরার ফাঁদের (খলসানী) বেচা-কেনা শুরু হয়েছে। বর্ষা মৌসুমে বেশি বৃষ্টিপাতের কারণে এসব খলসানী হাট-বাজারে প্রচুর আমদানি হলেও বেচা-কেনা কম বলে বিক্রেতারা জানিয়েছেন। খলসানীর পাশাপাশি মাছ ধরার অন্যান্য ফাঁদ পলি, ভাঁড়, ঠুসিও এবার আমদানি হলেও দাম গত বারের তুলনায় কম। সরেজমিনে বৃহস্পতিবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহী হাট ধাপ সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, মাছ ধরার নানা ধরনের ছোট-বড় ফাঁদের প্রচুর আমদানি হয়েছে। কিন্তু ক্রেতা কম থাকায় দামও কম বলে জানাই বিক্রেতারা। কথা হয় মহাস্থানগড়ের খলসানীর পাইকার আব্দুল মোমিনের সঙ্গে। তিনি বলেন, প্রায় ১৬ বছর ধরে এ ব্যবসা করে আসছি। এ হাট থেকে খলসানীসহ অন্যান্য মাছ ধরার ফাঁদ কিনে জেলার অন্যান্য হাটে বিক্রি করেন তিনি। তবে এবার গত বারের চেয়ে এসব সামগ্রীর দাম কম। খলসানী বিক্রেতা শ্রী কমল চন্দ্র জানান, করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রেতা হাটে আসেন না। বাঁশ, সুতলিসহ মাছ ধরার ফাঁদের অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। হাটে ক্রেতা কম থাকায় খলসানীর দাম ভালো পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, ধরন ভেদে গতবারে যে খলসানী ১০০ টাকা থেকে এক হাজার টাকায় বিক্রি করেছি, এবার সেই খলসানীর দাম আরও কম।