সংবাদ সংক্ষেপ

সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মতবিনিময় সভা ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি গত বৃহস্পতিবার রাতে পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের নিয়মিত মিটিং শেষে থানায় নব যোগদানকৃত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও অফিসার ইনচার্জ নাজমুল হকের (তদন্ত) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম। সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আইনুল হক, সদস্য সাংবাদিক বিকাশ কুমার চন্দ, যুগ্ম সম্পাদক হেলাল খান, আরিফুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে শনিবার গলাচিপায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গলচিপা প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ অসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, রাকির খন্দকার, অজিজুর রহমান শাওন, শাহিন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। শোক প্রকাশ শিবপুর (নরসিংদী) প্রতিনিধি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ সামসুল আলম ভূঞা রাখিল। শোক বার্তায় জানান, সাহারা খাতুন ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তার মৃতু্যতে আমরা একজন দক্ষ সংগঠক ও দেশ প্রেমিককে হারালাম। যা কখনো পূরণ হবে না। তারা তার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতা শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রধান প্রধান সড়কের পাশে দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে কর্মসূটিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি এরশাদ মোল্যা, সহসভাপতি ফারুক হোসেন, শফিকুজ্জামান রিপন। সিলিন্ডার বিস্ফোরণ বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে খেলনা বেলুন তৈরির কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ইলিয়াস হোসেন (৩৬) নামে এক বেলুন কারিগর আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর বাজার এলাকায় পলস্নীবিদু্যৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই কারখানার টিনের চালা এবং বেড়া উড়ে গেছে। আহত ইলিয়াসকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, পলস্নীবিদু্যতের সামনে একটি টিনের ঘর ভাড়া নিয়ে খেলনা বেলুন তৈরি কিরে বিক্রি করতে কয়েকজন লোক। দুপুরে ওই সকল বেলুনে গ্যাস ভরার সময় বিকট শব্দে ওই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় কারখানার টিনের চালা ও বেড়া উড়ে যায় এবং ইলিয়াস নামে এক কারিগর আহত হয়। এদিকে সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি জানাজানি হলে খেলনা বেলুন তৈরির কারিগররা তাদের সরঞ্জামাদি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমিনা হাসপাতালে গিয়ে আহত ইলিয়াসকে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন ইলিয়াস চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। সে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কাছুটিয়া গ্রামের আব্দুল মান্নান ওরফে মুন্নার ছেলে। আক্রান্ত ২ দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গায় নতুন করে দুই নারীসহ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯২ জনে। এরমধ্যে সুস্থ হয়েছে ১৮৪ জন ও মারা গেছে ৩ জন। শনিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫২ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা ৬ ও দামুড়হুদা উপজেলার দুইজন।