কাদামাটিতে একাকার মান্দারীটোলা সড়ক

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

সবুজ শর্মা শাকিল, সীতাকুন্ড (চট্টগ্রাম)
ছোট-বড় অসংখ্য খানাখন্দের পাশাপাশি কাদামাটিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ডের মান্দারীটোলা সড়ক। প্রায় চার কিলোমিটারের এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ, আবদুল আলিম ও আবু হানিফ জানান, সমুদ্র উপকূলে গড়ে ওঠা কারখানাগুলোর কয়েকশ ভারী যানবাহন এই সড়কে চলাচলের কারণে অল্প সময় এটি যাতায়াতের অনুপোযোগী হয়ে পড়েছে। বর্তমানে সড়কের অধিকাংশ স্থান কাদামাটিতে একাকার হয়ে কৃষি জমিতে পরিণত হয়েছে। এ ছাড়া সড়কের অধিকাংশ স্থানে ছোট-বড় গর্তে পানি জমে অনেকটা ডোবায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত চলাচলে ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয়, শিক্ষার্থীরা স্কুল, মাদ্রাসায় যেতে বিপদজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে। বিভিন্ন কারখানার গাড়ি এক সঙ্গে চলতে গিয়ে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে। কাভার্ডভ্যান চালক বেলাল উদ্দিন বলেন, গত ১০ বছর ধরে সড়কটি দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে মালামাল নিয়ে আসছেন, কিন্তু সড়কের অধিকাংশ জায়গায় ছোট-বড় গর্ত থাকায় গাড়ি চলে হেলেদুলে, খানাখন্দে চাকা পড়লে গাড়ি তোলা দুষ্কর হয়ে যায়, আবার উল্টে যাওয়ার উপক্রম হয়। এ অবস্থায় গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উলস্নাহ মিয়াজী জানান, সড়কটির দুই ভাগে টেন্ডার হয়েছে। কাজ শুরু করার পর করোনার কারণে তা মাঝপথে বন্ধ হয়ে যায়। লকডাউন খুলে দিলে আবারও কাজ শুরু হয়। কিন্তু বর্ষার কারণে ফের কাজ বন্ধ হয়ে গেছে। বর্ষার শেষে সড়কের কাজ শুরু হবে।