চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইন অমান্য করার অপরাধে দেশের চার জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ বছরের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান পৌর এলাকার খালাজুড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বাল্যবিবাহ বন্ধ করে দেন। চারঘাট (রাজশাহী) :রাজশাহীর চারঘাটের মোক্তারপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভা্ে‌ব বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা। চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে সনদ দেখাতে না পারায় আলমগীর হোসেন নামের এক চক্ষু চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সাদাত রত্ন। সাভার : সাভারে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে মাস্ক না পরার দায়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সাভারের হেমায়েতপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।