দাউদকান্দি এলাকায় কমেছে বায়ুদূষণ

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

এমএ করিম সরকার, দাউদকান্দি (কুমিলস্না)
জনগুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার দাউদকান্দি হতে ইলিয়টগঞ্জ সড়কে এক সময়ের চিরচেনা যানজটের নেই দৃশ্য। বর্তমানে করোনাভাইরাসের প্রভাবের কারণে মহাসড়কটি বর্তমানে যানবাহনশূন্য হয়ে পড়েছে, নেই দূরপালস্নার কোনো গাড়ি, গত দুই মাস মহাসড়কে কোনো গাড়ি চলাচল করতে না পাড়ায় বায়ু দূষণের মাত্রা কমে গেছে। মহাসড়কের উভয়পাশের গাছগুলো সবুজে সমারোহে সাজতে শুরু করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার দাউদকান্দি হতে ইলিয়টগঞ্জের পরেও মহাসড়কের কোনো জায়গায় মাঝামাঝি স্থানে আবার কোনো জায়গায় দুই পাশে রাধাচূড়ার পাতাগুলোতে নতুন করে উজ্জ্বল সবুজ রং লেগেছে, প্রাণপ্রাচুর্যে ভরপুর, আর প্রকৃতি যেন একাই সেজে বসে আছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার অংশে গাছে গাছে যেন নতুন পাতা ও ফুলে ভরপুর হয়ে উঠেছে। মহাসড়কের উভয় পাশে সারি সারি হৈমন্তী, কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, ক্যাসিয়া ও জারুল জাতের গাছগুলোও তেমনি তারুণ্য ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই বাড়ি ফখরুল আলম বলেন, দীর্ঘদিন মহাসড়কে যানবাহন বন্ধ থাকায় বায়ূ দূর্ষণ ও কালো ধোঁয়া থেকে রক্ষা পাওয়ায় প্রকৃতি এবার নতুন করে সেজেছে। দাউদকান্দির এক পরিবেশবিদ বলেন, এর আগে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পাশের গাছগুলোতে তিনি এত ফুল দেখেননি। তিনি ধারণা করছেন করোনা পরিস্থিতির কারণে মহাসড়কে কোনো যানবাহন না চলায় প্রকৃতি যেন তার নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে।