বদলগাছীর ১৮ কিমি. সড়ক যেন মরণফাঁদ

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলা শহরের প্রধান সড়ক চৌরাস্তার মোড় হতে নওগাঁ বালুডাঙ্গা পর্যন্ত প্রায় ১৮ কি. মি. রাস্তা ছোট-বড় হাজারো খানাখন্দে ভরপুর হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর হাঁটু পানি জমে থাকে। প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার দুইধার দেবে গিয়ে মাঝখানে উঁচু হয়ে পড়েছে। যার কারণে ভ্যান সিএনজিসহ ছোট যানবাহন বড় গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। সম্প্রতি উপজেলা সদরের পাশেই চাংলা গ্রামের আজমের বাড়ির পাশে রাস্তা দেবে গিয়ে পাথর বোঝাই ১টি ট্রাক উল্টে ২ জন আহত হয়। কোমারপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাক সাইড দিতে গেলে ধাক্কা লেগে বাসটি নিচু জমিতে পড়ে পাঁচ যাত্রী আহত হয়। ট্রাকচালক বেলাল হোসেন বলেন- পঞ্চগড়, বড়পুকুরিয়া, হিলি থেকে কয়লা, ধানসহ বিভিন্ন মালামাল নিয়ে নওগাঁ, রাজশাহী যাতায়াতের সময় এ গর্তগুলোতে ঝুঁকি নিয়ে পার হতে হয়। ভ্যানচালক ছালাম, আব্দুর রশিদসহ অনেকে বলেন, একটু বৃষ্টিতেই গর্তগুলোতে চাকা পড়ে যাত্রীরা রাস্তায় পড়ে যায়। নওগাঁ জেলা সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, নষ্ট হওয়া রাস্তাগুলো রিপিয়ারিং করছেন। আগামী সেপ্টেম্বর নাগাদ বদলগাছী-নওগাঁ রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হবে।