গাজীপুরে অপরিকল্পিত বিদু্যৎ লাইনে বিনষ্ট হচ্ছে গাছ

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

আইয়ুব খান, গাজীপুর সদর
গাজীপুরে রাস্তার পাশে অপরিকল্পিত বিদু্যতের খুঁটির কারণে মরে যাওয়া তালগাছের সারি -যাযাদি
গাজীপুরে শিল্প বিপস্নবের কারণে বিদু্যতের ভারী সংযোগের চাহিদা বেড়েছে। সদর উপজেলার বিভিন্ন স্থানে নতুন সংযোগ অথবা পরিবর্ধনের জন্য রাস্তার ধারে নির্মাণ করা হয়েছে উন্নত মানের বিদু্যৎ লাইন। আর সেই লাইনের নিরাপত্তার জন্য কেটে ফেলা হচ্ছে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ। সদর উপজেলার মির্জাপুর-পিরুজালী পাইনশাইল সড়কে লোহার ব্রিজ থেকে উত্তরে যেতেই রাস্থার দুই ধারে চোখে পড়বে বছর দু-এক আগে গাজীপুর পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর অপরিকল্পিত সংযোগের কারণে প্রাণ হারিয়ে ঠায় দাঁড়িয়ে থাকা মৃত তালগাছ। বিদু্যৎ সংযোগ পরবর্তীতে স্থান পরিবর্তন করলেও প্রাণ ফিরে পায়নি গাছগুলো। এমন ঘটনার পুনরাবৃত্তি হতে চলছে উপজেলার হোতাপাড়া-পিরুজারী সড়কের দু-ধারে। সম্প্রতি নতুন সংযোগ টানতে গিয়ে প্রতিটি গাছের সঙ্গে লেগে আছে বিদু্যতের তার। ফলে ওই সড়কের ২০টির বেশি ফলবান তালগাছের পাতা ও মুকুল ছাঁটাই করা হয়, কিছুদিন পর প্রয়োজন হলে মুন্ডন বা কর্তনের ফলে রাস্তার দুই পাড় হবে বৃক্ষশূন্য। পিরুজালী ইউপি সদস্য আজহারুল ইসলাম বলেন, অপরিকল্পিতভাবে লাইন নির্মাণ করায় গাছগুলো কেটে ফেলা হচ্ছে অথচ পরিকল্পিতভাবে করলে গাছগুলো বাঁচানো যেত। এ বিষয়ে গাজীপুর পবিস-২ এর সদর দপ্তরের ডিজিএম খন্দকার মাহামুদুল বলেন, গাছ ছাঁটাই ও কর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল জাকী বলেন, যথাসম্ভব পরিবেশকে রক্ষা করে বিদু্যৎ সংযোগ ব্যবস্থাপনা করতে পলস্নী বিদু্যৎ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।