এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের কর্মসূচি

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছেন বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা। আমাদের স্টাফ রিপোর্টারদের পাঠানো খবর : কুমিলস্না : বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম কুমিলস্না শাখার উদ্যোগে এমপিওভুক্তির দাবিতে রোববার সংবাদ সম্মেলন করেছেন এমপিওভুক্ত কলেজের ননএমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকরা। রোববার দুপুরে কুমিলস্না নগরীর টমছমব্রিজ এলাকার একটি রেস্টুুরেন্টে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ফোরামের জেলা আহ্বায়ক নূরে আলম খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজিমুল হক, নূরুল আমিন, দিদারুল আলম, মিনুয়ারা বেগম, উম্মে সালমা, শরমিন সুলতানা, আবু হানিফ প্রমুখ। ভোলা : ভোলায় বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক ফোরামের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্যসচিব বিপস্নব চন্দ্র মন্ডল, নাজিউর রহমান কলেজের শিক্ষক মাসুদা খালেদা মনি, আফজাল হোসেন, শহিদুল ইসলাম, সালাউদ্দিন, মো. নোমান, মামুনুর রশিদ, মো. নুরন্নবী ও মো. হাবিব। মাদারীপুর : মাদারীপুর জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া কর্মসূচি রোববার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ফোরামের জেলা সভাপতি আবদুলস্নাল আল মাহমুদ, বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সাবেক নেতা কাজী কামরুজ্জামান প্রমুখ। নোয়াখালী : নোয়াখালীতে মানববন্ধন শেষে প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, সদস্যসচিব জহিরুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।