রংপুর-ধুনটে দুজনকে কুপিয়ে হত্যা

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

রংপুর ও ধুনট (বগুড়া) প্রতিনিধি
রংপুরে ডিশ ব্যবসার বিরোধকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি জেহেদুল নবী সোহেলকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১১ জুলাই রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ইনস্টিটিউটের সামনে থেকে তার লাশ উদ্ধার করে মহানগর পুলিশ। ফরহাত হত্যা মামলার আসামি ছিলেন নিহত সোহেল। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহানগর কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত সোহেলের মা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স হিসেবে কর্মরত। হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকতেন মা ও ছেলে। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাকে মুঠোফোনে ডেকে নেয় দুর্বৃত্তরা। তারা ৪টি মোটরসাইকেল নিয়ে সোহেলকে ডাকতে এসেছিল। বাইরে বের হলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় দুবৃত্তরা। রাত ৯টার দিকে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে, আমাদের ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে স্ত্রীর পরকীয়া প্রেমের জের ধরে আব্দুল খালেক (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত কেশমত আকন্দের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। ধুনট থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। ওই সম্পর্কের টানে আব্দুল খালেক শনিবার বিকাল ৩টার দিকে রফিকুলের বাড়িতে যায়। রফিকুল স্ত্রীর সঙ্গে গোপনে আব্দুল খালেককে কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়ে পেছন থেকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরবর্তীতে আব্দুল খালেকের স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ধুনট স্বাস্থ্য কমপেস্নক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে আব্দুল খালেকের মৃতু্য হয়। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।