বোয়ালখালীতে করোনাকালেও থেমে নেই মাদক-বাণিজ্য

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
করোনাকালীন দুঃসময়েও চট্টগ্রামের বোয়ালখালীতে থেমে নেই মাদক-বাণিজ্য। পুলিশের ব্যস্ততার সুযোগে মাদক ব্যবসায়ীরা জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে মাদক বিরোধী অভিযানে ৬ যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ তাদের আটক করা হয়। এছাড়া চলতি বছরের গত ৩ মাসে অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলায় ৩৯ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযানে ৬৭৫টি ইয়াবা, ৩৩০ লিটার চোলাই মদ ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়। বোয়ালখালী থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন কুমার দে জানান, শুক্রবার পশ্চিম শাকপুরা চাঁদের দিঘীর পাড় সোনা মিয়া খামার ঘর এলাকা থেকে আটক করা হয় সুমন নাথ (৩৪), মো. ফারুক (৩২), সঞ্জয় শীল (২৬), নগরীর বহদ্দার হাট হাদু মাঝি পাড়ার নুরুল আবছার (২৯) ও নোয়াখালী চরজব্বর থানার লংগুন্নাচর এলাকার আবুল কালামকে (৩৪) আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১০টি ইয়াবা জব্দ করা হয়। শনিবার আমুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার শম্ভু ভট্টাচার্য্যের ছেলে সৌভন ভট্টাচার্য্যকে (৩৪) ২ লিটার চোলাই মদসহ আটক করে পুলিশ। এ ছাড়া চলতি বছরের এপ্রিল-জুন মাসে মাদক নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ওসি আবদুল করিম।