ধামরাইয়ে গোখরার সঙ্গে বসবাস!

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের কালামপুর পদ্মা জেনারেল হাসপাতালের পাশে রশিদ মিয়ার বাড়িতে তিনিসহ ওই বাড়ির কয়েকজন ভাড়াটিয়া না জেনে দীর্ঘদিন ধরে সাপের সঙ্গে বসবাস করছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার তাদের শয়নকক্ষ ও বারান্দা থেকে মারা হয় ৩৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা। এছাড়া গত বছর বর্ষার সময় ভালুম গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকেও মারা হয়েছিল ২৯টি গোখরা সাপ। এরপর ধামরাই উপজেলা সমাজসেবা অফিসকক্ষ ও এক সাংবাদিকের বাড়ির পাশ থেকে মারা হয়েছে আরও ১৫টি সাপ। এখন পুরো উপজেলাজুড়ে মানুষের মনে সাপের আতংক। জানা গেছে, আব্দুর রশিদের বাড়ির বারান্দায় শুক্রবার একটি গোখরা সাপের বাচ্চা খেলছিল। এ সময় ভাড়াটিয়া জহিরুল ইসলাম দেখে তা মেরে ফেলেন। এরপর আরও একটি সাপের বাচ্চা বেরিয়ে আসে। সেটিকেও মারা হয়। পরে পাশের ভাড়াটিয়া আফজাল শরীফ বাড়ির মালিক রশিদসহ অনেকেই বারান্দা ও ঘরের পস্নাস্টার খোঁড়া শুরু করলে বের হয়ে আসে একে একে ৩৫টি গোখরা সাপের বাচ্চা। কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি বড় সাপদের। ভাড়াটিয়া জহিরুল ইসলাম ও আফজাল শরীফ জানান, এখন তারা ওই বাড়িতে থাকতেই ভয় পাচ্ছেন। গত বছর বর্ষার সময় ভালুম গ্রামে মাটি খুঁড়লে একে একে বেরিয়ে আসে ২৯টি গোখরা সাপ। এসব বিষধর সাপ বেড়িয়ে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছিল।