সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রকাশ্যে ঘুরছে মতিন হত্যা মামলার আসামিরা

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্নার সংরাইশ এলাকার আলোচিত ব্যবসায়ী ও ঠিকাদার আবদুল মতিন হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলাটি তুলে না নিলে নিহতের পরিবারের সদস্যদের হত্যা, গুম কিংবা নানাভাবে হয়রানির মাধ্যমে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। এতে মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছেন। নিহতের পরিবার ও স্থানীয়রা আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন। রোববার দুপুরে সংরাইশ এলাকায় সংবাদ সম্মেলনে আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কথা বলেন বক্তারা। পরে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে আসামিদের গ্রেপ্তার-শাস্তির দাবি জানান তারা। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ মার্চ বাড়ি ফেরার পথে কুমিলস্না ইপিজেডের এক নারীশ্রমিকের পথ রোধ করে যৌন হয়রানি করে ওই এলাকার এক বখাটে। এ ঘটনার প্রতিবাদের জেরে প্রতিপক্ষরা আবদুল মতিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরদিন ৩০ মার্চ সকালে আবদুল মতিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার বাদী নিহতের ছেলে শামীম উদ্দিন বলেন, এ ঘটনায় ১৪ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর থেকে তারা পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন। আসামিরা গ্রেপ্তার এড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। কুমিলস্না কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।