আউশ আবাদের ধুম পড়েছে চুয়াডাঙ্গায়

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় আউশ ধান রোপণে চাষিদের ব্যস্ততা -যাযাদি
আউশ ধান আবাদের ধুম পড়েছে চুয়াডাঙ্গায়। সকাল থেকে সন্ধ্যা, মাঠে মাঠে আউশ ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন জেলার চাষিরা। এ ধান ঘরে উঠলে করোনার এ সময় খাবারের সংকট হবে না দেশে, এমনটাই আশা সবার। বোরোতে বস্নাস্টের আক্রমণ। দিশেহারা ছিল চাষি। এরপর বেড়ে গেল ধানের দাম। ধানের ভালো দাম পাওয়ায় এবার আউশ আবাদে আগ্রহী হয়েছেন চাষিরা। জেলার দর্শনা জয়নগর গ্রামের ধানচাষি আব্দুল কুদ্দুস বলেন, আউশ ধান আবাদে খরচ কম হয়। সেচ কম লাগে। এ জন্য এ ধান লাগিয়েছে। করোনার সময় আলস্নাহর রহমতে ধান ঘরে তুলতে পারলে খাবারের অভাব হবে না। সরকারের বীজ ও সার প্রণোদনায় অনেকটায় সাহস জুগিয়েেেছ চাষিদের। আম্ফানের ক্ষতি আর করোনার সংকট কাটিয়ে উঠতে চাষাবাদে আরও সরকারি সহযোগিতা চায় তারা। কৃষি বিভাগ বলছে, আগামী দিনে চাষিরা যাতে সরকারের দেওয়া সব সহযোগিতা আরও বেশি পায় তার ব্যবস্থা করা হবে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান জানান, আউশ ধান চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গার ২০ থেকে ২২ হাজার কৃষকের মধ্যে সার, বীজ প্রণোদনা দেওয়া হয়েছে। এ জেলায় সবচেয়ে বেশি আউশের আবাদ হয়, যা অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি। আগামী আমন আবাদেও চাষিদের প্রণোদনা দেওয়া হবে বলে তিনি জানান।