বড়পুকুরিয়ায় শ্রমিক আন্দোলন স্থগিত

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ০০:০০

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
খনি-শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে কাজে যোগদান করতে যাচ্ছেন বড়পুকুড়িয়া কয়লাখনির শ্রমিকরা। এ বিষয়ে রোববার ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে শ্রমিকদের চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস আগ্রাসনের শুরু থেকে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের কাজ বন্ধ হওয়ায় ১১৪৭ শ্রমিক কাজ এবং বেতনভাতার দাবিতে আন্দোলন করে আসছিল। সোমবার খনির প্রধান গেটে অবস্থান ধর্মঘট পালনের কথা ছিল। কিন্তু রোববার উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ইউএনও শাহনাজ মিথুন মুন্নি, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, খনির জিএম সাইফুল ইসলাম ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কাজে যোগদানের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত এবং সোমবারের অবস্থান ধর্মঘট স্থগিত হয়।