ফুলবাড়ীতে সচেতনতার অভাবে বাড়ছে করোনা রোগী

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ উপজেলায় মোট ৪১জন আক্রান্ত হয়েছে। তবুও নেই কোনো সচেতনতা। এদিকে করোনায় আক্রান্ত ব্যক্তিরা তথ্য গোপন করে প্রকাশ্যে ঘোরাফেরা করায় সংক্রমণ আরও বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় একই পরিবারের ৪ জনসহ ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেন যায়যায়দিনকে বলেন, এ পর্যন্ত উপজেলায় ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ৮ জুলাই করোনা উপসর্গ নিয়ে মৃতু্যবরণকারী শহরের পশ্চিম গৌরীপাড়ার আব্দুল হাকিমের মৃতু্যর তিন দিন পর পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তার পরিবারে স্ত্রী-সন্তানসহ আরও চারজন আক্রান্ত। অথচ তার ব্যবস্যা প্রতিষ্ঠানে কর্মরতরা এখনো প্রকাশ্যে চলাচল করছেন, তাদের নমুনাও পরীক্ষা করা হয়নি। এছাড়া কাটাবাড়ী গ্রামের তৌহিদুজ্জামান নমুনা দিয়ে দীর্ঘ ১৫দিন প্রকাশ্যে চলাচল করার পর খবর আসে তিনি করোনায় আক্রান্ত, এর মাঝে একাধিক মানুষের সংস্পর্শে যাতায়াত করেন তিনি। আক্রান্তরা নমুনা দিয়ে ফলাফল না আসা পর্যন্ত একাধিক মানুষের সঙ্গে চলাচল করায় সংক্রমণ আরও বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেন বলেন, এসব কারণে এখন নমুনা সংগ্রহের সময়, প্রদানকারীর মুচলেকা নেয়া হচ্ছে, যদি তারা কোয়ারেন্টিন উপেক্ষা করে বের হন, তাহলে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।