খাগড়াছড়ির পুলিশ জনকল্যাণমুখী

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
করোনা সংকটকালে খাগড়াছড়ির মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে জেলা পুলিশ। করোনাভাইরাস প্রতিরোধে তারা রেশন থেকে অর্থ বাঁচিয়ে ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করেছে। জেলা পুলিশ সুপার আব্দুল আজিজের তত্ত্বাবধানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি আক্রান্তদের পাশে দাঁড়ানো, করোনায় মৃতদের দাফন ও শেষকৃত্য করতে প্রশিক্ষিত টিম প্রস্তুত করাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে চলেছে। পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষ যারা জীবিকার তাগিদে বের হচ্ছেন, তাদের সচেতন করাসহ পুলিশ নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। করোনার এ সময় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের মেলবন্ধন তৈরি হয়েছে।