কিশোরগঞ্জে হাওড় পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ০০:০০

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওড় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল -যাযাদি
কিশোরগঞ্জের হাওড় এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার তিনি জেলার নিকলী, মিঠামইন ও অষ্টগ্রামের হাওড় এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি হাওড় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ও দর্শনীয় স্থান ঘুরে দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা থেকে সড়ক পথে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নৌপথে দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে যান। সেখানে তিনি ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে তিনি ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক ও ধলেশ্বরী নদীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম যান। হাওড় পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার), মিঠামইনের ইউএনও প্রভাংশু সোম মহান, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাতে তিনি রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব আবদুল হাইয়ের কবর জিয়ারত করেন। পরে তার সম্মানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের দেওয়া নৈশভোজে অংশ নেন।