ধর্মপাশায় নৌকাডুবি মায়ের লাশ উদ্ধার ছেলে নিখোঁজ

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ০০:০০

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওড়ে নৌকাডুবির ঘটনায় মা ও ছেলের মৃতু্য হয়েছে। এ ঘটনার পর প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর মায়ের লাশ উদ্ধার করা হলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের পাশের হলদির হাওড়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওই ইউনিয়নের ভাটগাঁও গ্রামের বিদ্যা মিয়ার স্ত্রী কাজল আক্তার (৪২) ও তার ছেলে কাঞ্চন মিয়া (১৭)। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে বিদ্যা মিয়ার স্ত্রী কাজল আক্তার তার ছেলে কাঞ্চন মিয়াকে নিয়ে ছোট একটি নৌকায় বাড়ির পাশের হলদির হাওড় পাড়ি দিয়ে গোমাই নদীর চরের উঁচু জায়গা থেকে কচুর লতা তুলে আনার উদ্দেশে রওনা দেন। পরে তাদের নৌকাটি ওই হাওড়ের মাঝামাঝি স্থানে যাওয়ামাত্রই আকস্মিক ঝড়ো বাতাসের কবলে পরে সেখানে ডুবে গিয়ে মা-ছেলে দুইজনই নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বেশ কয়েকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং তারা সেখানে জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে মা কাজল আক্তারের মৃতদেহ উদ্ধার করতে পারলেও ছেলে কাঞ্চন মিয়া এখনো নিখোঁজ। উপজেলার পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।