logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ১১ আশ্বিন ১৪২৭

  স্বদেশ ডেস্ক   ০৭ আগস্ট ২০২০, ০০:০০  

কুষ্টিয়া ও পাবনায় পানিতে ডুবে ৪ জনের মৃতু্য

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মা-ছেলে ও পাবনায় দুই বোনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউপির সোনাতলা এলাকায় পদ্মা নদীতে ডিঙি নৌকা ডুবে গৃহবধূ সেলিনা খাতুন (৩০) ও তার ছেলে সিয়ামের (৯) মৃতু্য হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, বাবার বাড়ি সোনাতলা এলাকার তালতলা ঘাট থেকে সাহেবনগর নিজ বাড়ি যাওয়ার পথে মহাবুল বিশ্বাসের বাগানের সন্নিকটে ডিঙি নৌকাটি ডুবে যায়। এরপর ওই গৃহবধূর বাবা রসুল মন্ডল ও অপর ছেলে সাগর সাঁতরে তীরে উঠলেও সেলিনা খাতুন ও সিয়াম ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়।

পাবনা : পাবনা সদর উপজেলার সাতমাইল নামক স্থানে একটি ইটভাটার পুকুরে গোসল করতে নেমে খালাত দুই বোনের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাতমাইল বিএমবি ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের ওহেদ শেখের মেয়ে জিম খাতুন (১২) ও একই উপজেলার বাঁশেরবাদা গ্রামের আবদুল মান্নানের মেয়ে সুমাইয়া খাতুন (১৩)। জিম পঞ্চম শ্রেণি ও সুমাইয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তারা খালাত বোন বলে স্থানীয়রা জানিয়েছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে